আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

যথযোগ্য মর্যাদায় বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ১৯:০৬:৪১

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবসের সূচনালগ্নে সূর্যোদয়ের সাথে সাথে তোপধনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের কার্যক্রম। এরপর শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিশ্বনাথ প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান ও থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।
দুপুরে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসটিতে প্রতি বছর সারা দেশের ন্যায় বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হলেও মহামারী রোগ করোনাভাইরাসের কারণে এবার বর্ণাঢ্য কর্মসূচিগুলো বাতিল করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০/পিবিও/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন