Sylhet View 24 PRINT

এমন স্বাধীনতা দিবস আগে দেখেনি সিলেট!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ১৯:৪৬:০৫

শহীদ মিনার ছিল নিরব।

জ্যেষ্ঠ প্রতিবেদক :: এমনটা আর কবে দেখা গিয়েছিল, তা হয়তো ইতিহাসবেত্তারা বলতে পারবেন। তবে নিকট অতীতে এরকম দৃশ্যপট কখনোই দেখা যায়নি।

এবারের স্বাধীনতা দিবসে একেবারে ব্যতিক্রমী এক দৃশ্যপটই হাজির হলো সিলেটের মানুষের সামনে।

প্রতি বছর স্বাধীনতা দিবস আসে উৎসবের আমেজ নিয়ে। এ দিবসকে কেন্দ্র করে পুরো সিলেটজুড়ে পড়ে সাজ সাজ রব। মানুষের মধ্যে বয়ে যায় আনন্দের হিল্লোল। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ভরে ওঠে পুষ্পশোভিত হয়ে।

এছাড়াও স্বাধীনতা দিবসের ছুটিতে মানুষ পরিবার-স্বজনদের সাথে ঘুরতে বের হয়, মেতে ওঠে আড্ডায়।

কিন্তু এবার সম্পূর্ণ ব্যতিক্রম। ভয়ঙ্কর করোনাভাইরাসের কারণে এবার একেবারে নিষ্প্রাণ এক স্বাধীনতা দিবস পেরিয়েছে সিলেটে।

আজ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে সিলেটের কোথাও তেমন কোনো আয়োজন ছিল না। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় ছিল না সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। শুধু শহীদ মিনারই নয়, করোনার ভয়ে সিলেটের কোথাও ভিড় দেখা যায়নি আজ।

এছাড়া প্রতি বছর স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এবার এসবের কিছুই ছিল না।

জানা গেছে, করোনা প্রতিরোধে দেশে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানসমূহ স্থগিত করা হয়েছে। ফলে সিলেটেও কোনো অনুষ্ঠান হয়নি। প্রশাসন অনুষ্ঠান থেকে বিরত থাকায় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও অনুষ্ঠানের পথে হাঁটেনি।

সিলেটের দু-একটি স্থানে স্বাধীনতা দিবসের যেসব অনুষ্ঠান হয়েছে, সেগুলো ছিল অতি সংক্ষিপ্ত ও সীমিত।

ফলে এবার অন্যরকম এক স্বাধীনতা দিবস দেখলো সিলেটবাসী।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.