আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির উদ্যোগে জীবানুনাশক কীটনাশক প্রয়োগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ২০:১৪:৪৮

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথে উপজেলার নতুন বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে বাজারের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে জীবানুনাশক কীটনাশক প্রয়োগ করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে জীবানুনাশক কীটনাশক প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। এসময় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে জীবানুনাশক কীটনাশক প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন প্রমুখসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নতুন বাজারের মাছহাটা, সবজি হাটা, ফলের বাজার, খোলা বাজার ও মুদির দোকানগুলোর সামন ও আশপাশে প্রতিদিন নিয়মিতভাবে জীবানুনাশক কীটনাশক প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।      

সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০/পিবিও

শেয়ার করুন

আপনার মতামত দিন