আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

প্রতিদিন ২৪ ঘন্টাব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৭ ০১:৩৬:০৫

সিলেট :: করোনা ভাইরাস সংক্রমন (কোভিড ১৯) এর কারনে সরকারিভাবে অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে আদেশ দেয়া হয়েছে। এই ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা, সাবান দিয়ে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তিদের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখাই মূল কাজ।

এই ভাইরাস যেসব জায়গায় লোক সমাগম বেশি হয় সেখানে ছড়িয়ে পড়ার আশংকা বেশি থাকে। সেজন্য অনেক চিকিৎসক রোগীদের বাচাতেই প্রাইভেট চেম্বার বন্ধ রাখছেন। এছাড়া যেকোন হাসপাতালে করোনা আক্রান্ত রোগী গেলে সে হাসপাতালের অন্যান্য রোগী এবং অন্য চিকিৎসা সেবাদানকারীরাও আক্রান্ত হবার সম্ভাবনা আছে।

এটা চিন্তা করে কিছু ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থী মিলে আপনাদের সুবিধার জন্য এই আপদকালীন সময়ে প্রতিদিন ২৪ ঘন্টাব্যাপী কিছু হটলাইন সম্পুর্ন ফ্রি-তে চালু রাখবে। এইসব হটলাইনে আপনি যেকোন সময় ফোন দিয়ে আপনার স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে কথা বলতে পারবেন।

হটলাইনঃ
01303606126
01303318358
01612124888
01759149696
01772433646
01927697017
01759287376
01731647659
01767610822
01719761974
01720377791
01772654236
01781315191
01754659911

সিলেটভিউ২৪ডটকম/ ২৭ মার্চ ২০২০/পিডি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন