আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শুভ সকাল, ২৭ মার্চ ২০২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৭ ০৯:১১:০৬

ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।আর এর সাথে আমরা করোনামুক্ত একটি দিন প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে ( আমিন ) ।

আজ শুক্রবার, ২৭মার্চ ২০২০ খ্রিস্টাব্দ। ১৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ। ১ শাবান ১৪৪১ হিজরি।

২৭ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৭তম দিন। বছর শেষ হতে আরো ২৭৯ (অধিবর্ষে ২৮০) দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন : তোমার সময় যত বছর তত বছর কি তুমি বেচেছিলে? - সুইফট

ঘটনাবলী

    ১৯৬৯ - মেরিনার ৭ উদ্বোধন করা হয়।

জন্ম

    ১৮৪৫ - ভিলহেল্ম কনরাড র‌ন্টগেন, জার্মান পদার্থবিদ। (মৃ. ১৯২৩)
    ১৮৯৯ - গ্লোরিয়া সোয়ানসন, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও প্রযোজক। (মৃ. ১৯৮৩)
    ১৯৬০ - মল্লিকা সেনগুপ্ত, বাঙ্গালী কবি ও সমাজকর্মী। (মৃ. ২০১১)
    ১৯৬৩ - কোয়েন্টিন টারান্টিনো, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
    ১৯৭২ - জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক্‌, হল্যান্ডের একজন কৃতি ফুটবল খেলোয়াড়।
    ১৯৯০ - নেসার বারাযাইত, নেদারল্যান্ড এর পেশাদার ফুটবল খেলোয়াড়।

মৃত্যু


    ১৯১৮ - হেনরি অ্যাডাম্‌স, একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।
    ১৯৬৬ - পান্নালাল ভট্টাচার্য প্রখ্যাত বাঙালি শ্যামাসঙ্গীত শিল্পী । (জ.১৯৩০)
    ১৯৬৮ - ইউরি গ্যাগারিন, রুশ নভোচারী, মহাকাশচারী প্রথম ব্যক্তি প্রশিক্ষনের সময় বিমান দুর্ঘটনায় নিহত হন।
    ১৯৭১ - জ্যোতির্ময় গুহঠাকুরতা বাংলাদেশী শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী।
    ১৯৭২ - এম. সি. এশ্যর, একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী।
    ১৯৮২ - ফজলুর রহমান খান, বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী।

শেয়ার করুন

আপনার মতামত দিন