আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

অসহায় মানুষের মধ্যে সিলেট জেলা বাসদ'র খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১৮:১৮:১৩

সিলেট :: করোনা মহামারীতে কর্মহারা নিম্ন আয়ের মানুষের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে চাল, আলু, পিয়াজ, লবন,তেল প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার দুপুর ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্র সামগ্রী বিতরণ করেন- বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা, সদস্য সনজিত শর্মা প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরনকালে নেতৃবৃৃন্দ- করোনাভাইরাস রোধে আতঙ্কিত না হয়ে সবাই কে সচেতন থাকার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের এই সময়ে কষ্টের মধ্যে আছে নিম্নবিত্ত-শ্রমজীবী মানুষ। অবিলম্বে এইসব শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্র সামগ্রী পৌঁছে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন