আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মোগলগাঁও ইউনিয়নে ১০ টাকা কেজি দামে চাল বিতরন শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১৮:৩৭:২৮

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সরকার কর্তৃক অসহায়, দুস্থ মানুষদের পুনর্বাসনের জন্য দশ টাকা কেজি দামে চাল বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার সকাল থেকে নির্ধারিত কার্ড ধারিদের মাঝে উক্ত বিতরণ কার্যক্রম শুরু হয়।

কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডে সকালে  লমাকাজী পূর্বপারে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মোগলগাঁও  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হিরন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার অনুকূল চন্দ্র দে, ৪ নং ওয়ার্ডের মেম্বার সিদ্দিকুর রহমান সায়েম, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য আসমা বেগম, মুরব্বী আপ্তাব উদ্দিন , লন্ডন প্রবাসী আনর মিয়া, জামাল আহমেদ, হোসাইন আহমেদ , মোহাম্মদ আলি , নূর আহমেদ , জুনেদ আহমদ , কামরান উদ্দিন অপু প্রমুখ। 
উল্লেখ্য ৩ নং ওয়ার্ডে মেসার্স জুনেদ এন্টারপ্রাইজ লামাকাজি পূর্বপারে এ চাল বিতরন করবে ৩০ মার্চ  থেকে ০১ এপ্রিল প্রতিদিন সসকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ টা  পর্যন্ত।
সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/আইএ/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন