আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

করোনা: দুরত্বের ছক একে দিলেন টুকেরবাজার ইউপি চেয়ারম্যান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ২০:১৪:১৪

সিলেট :: করোনাভাইরাসের প্রাদুর্ভারে কারনে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করা, অপ্রয়োজনে কেউ বাইরে না যাওয়া, আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা, প্রবাসীদের হোম কোয়ারান্টাইনে রাখতে কাজ করছে সেনাবাহিনী।

সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের নিত্যপ্রয়োজনীয় দোকানের সামনে ৩ ফুট দুরত্বে ছক একে দিয়েছেন ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ । এসময় তিনি সবাইকে দেশের স্বার্থে ঘরে থাকার আহবান জানিয়েছেন। প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক, গ্লাভস ব্যবহারের কথা জানান তিনি। চলাচলের ক্ষেত্রে নিরাপদ দুরত্ব বজায় রাখা, সিএনজিতেও মোটরসাইকেলে থাকা যাত্রীদের নামিয়ে এক এক জন করে আলাদা চলার অনুরোধ জানান তিনি।

এসময় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/প্রেবি/জুনেদ


শেয়ার করুন

আপনার মতামত দিন