আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

‘বাড়াও দুটি হাত মানবতার তরে ওহে পূজিপতি সমাজ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ২০:৪৭:৫৮

সিলেট :: মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে চারদিকে। বাংলাদেশও এর বাহিরে নয়। মানুষ এখন অবস্থান করছেন বাসাবাড়িতে। এতে শ্রমজীবী মানুষ পড়েছেন বেশ বিপাকে। এসব মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে ফেসবুকে একটি লেখা লিখেছেন একটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক। আনসার ভিডিপি  উন্নয়ন ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক শাহাব উদ্দিনের সেই লেখাটি সিলেটভিউএর পাঠকের জন্য হুবহু তুলে ধরা হল: 


কঠিন বিপদে পতিত বিশ্ব, চারিদিকে যত খেটে খাওয়া মানুষের কাজ হয়েছে আজ বন্ধ। শ্রম বিক্রী করে যারা আহার করে যোগাড়, কাজ নাই খাদ্য নাই, কি ভরষা তাহার?  মানুষেতে মানুষ নাহি মিশিবার করোনা ভাইরাস সব করছে সংহার। তারপরও আছো যতো বিত্তবান, উপায়হীন মানুষের লাগি হও আগুয়ান। তাইতো আহবান করি ভাই, বাড়ায়ে দাও তোদের দুটি হাত। ওরা যদি না বাঁচে, কেমনে বাঁচিবে মোদের সমাজ? বাড়াও দুটি হাত মানবতার তরে ওহে পূজিপতি সমাজ। স্রষ্টাকে তোরা কর্জ্ব দিয়ে সৃষ্টিকে করো রাজ।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/জুআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন