আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে করোনাভাইরাস ঠেকাতে ‘জলকামান’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ২১:১৩:৩০

জ্যেষ্ঠ প্রতিবেদক :: করোনাভাইরাস প্রতিরোধে সিলেটে জলকামান ব্যবহার করেছে মহানগর পুলিশ (এসএমপি)। আজ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর যৌথ উদ্যোগে এই জলকামান ব্যবহার করা হয়।

পুলিশ জানায়, সিলেট নগরীর চৌহাট্টা, লামাবাজার, রিকাবিবাজার, দরগাগেইট, আম্বরখানাসহ কয়েকটি এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়। এছাড়া শহরব্যাপী প্রচারণা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে।

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ ব্যানার্জি, কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী, কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিঞা প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০ /আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন