আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

অসহায়দের পাশে দাড়াতে লিডিং ইউনিভার্সিটির বিজনেস এলামনাইদের উদ্যোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩০ ০০:৫৮:৩৩

সিলেট :: করোনা ভাইরাস সৃষ্ট দেশের এই ক্রান্তিলগ্নে ক্ষতিগ্রস্থ অসহায়-দরিদ্রদের পাশে দাড়াতে দেশের ছিন্নমূল ও হত-দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীদের সাহায্যের উদ্দেশ্যে একটি তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে লিডিং ইউনিভার্সিটির বিজনেস এলামনাই এসোসিয়েশন।

আয়োজকরা জানান, এই তহবিল প্রাথমিকভাবে প্রান্তিক দিনমজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের খাবারের যোগান দিতে ব্যয় হবে।

এই কার্যক্রমে লিডিং ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী এবং সর্বস্তরের সবাইকে অংশগ্রহণ করার জন্য বিনিত অনুরোধ জানান তারা। পাশাপাশি সমাজের সহৃদয়বান ব্যক্তিদের এই উদ্যোগে সাহায্যের হাত প্রসারিত করার আহবান জানান আয়োজকরাভ

সাহায্য পাঠানোর জন্য মনোনীত ব্যক্তিবর্গ এবং তাদের বিকাশ এবং রকেট ডিটেইলস:

বিকাশ: ০১৯১২৩১১২৯৯ (মোস্তফা), ০১৭১৭১৩৩৬৮০ (ফাহিম), ০১৯৭৯৫৯৪১১৭ (রাশেদ), ০১৭১১২৩৯৬৩৬ (জনি), ০১৬১৭৭৯৪৩০৬ (বিকাশ এজেন্ট)।

রকেট: ০১৭১৭৫৯৪১১৭ (রাশেদ) ও ০১৭১১০১২৭৬৫ (অর্নব)।

সিলেটভিউ২৪ডটকম/৩০ মার্চ ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন