আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

লন্ডনে করোনা কেড়ে নিলো দক্ষিণ সুরমার আরেকজনের প্রাণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩০ ১৩:১৬:৫২

নিজস্ব প্রতিবেদক :: লন্ডনে ভয়ঙ্কর করোনাভাইরাস কেড়ে নিলো সিলেটের দক্ষিণ সুরমার আরেকজনের প্রাণ। নিহতের নাম হাজি মো. মদরিস আলী। বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের খাজাখালু গ্রামে। তিনি লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. শহিদুর রহমানের বড় ভাই। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাজ্যের লন্ডন শহরের ডকল্যাণ্ড অঞ্চলে বসবাস করতেন।

মদরিস আলী আজ সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে লন্ডনের একটি হাসপাতালে করোনা আক্রান্ত অবস্থায় শেষ নি:শ্বাস করেন।

নিহতের ভাই সাবেক ইউপি সদস্য মো. শহিদুর রহমান সিলেটভিউ২৪-কে বলেন, মদরিস আলীর ভাইয়ের বয়স ৭৫ বছর ছিলো।  তিনি এমনিতেই বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। গতকাল রবিবার লন্ডনে স্থানীয় সময় বিকেলে হঠাৎ শরীর বেশি অসুস্থ হয়ে গেলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মদরিস আলী আজ সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। 

এদিকে, মদরিস আলীর মৃত্যুতে খাজাখালুস্থ গ্রামের বাড়িতে পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 


সিলেটভিউ২৪ডটকম/ ৩০ মার্চ, ২০২০/ ডালিম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন