আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটভিউয়ের ডাকে মিলছে সাড়া, হাসবে অসহায় মানুষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩১ ১৯:০২:২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: করোনাভাইরাস স্থবির করে রেখেছে গোটা বিশ্বকে। সিলেটের মার্কেট, বিপণিবিতান, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ। ফলে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন দিনে এনে দিনে খাওয়া মানুষেরা। এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সিলেটভিউ২৪ডটকম।

এ লক্ষ্যে গঠন করা হয়েছে সাহায্য তহবিল। সিলেটভিউয়ের ডাকে সাড়া দিচ্ছেন মানবদরদী মানুষ। আসছে তহবিল। এ তহবিলে অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস। হাসি ফুটবে এসব মানুষের মুখে।

সিলেটভিউ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল জানান, সিলেটভিউয়ের সাহায্য তহবিলে এখনও পর্যন্ত ১০ হাজার টাকা জমা হয়েছে।  
সিলেটভিউর সাহায্য তহবিলে যারা (৩১.০৩.২০) অনুদান পাঠিয়েছেন তারা হলেন:

সিলেটভিউর সাবেক সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী মারুফ খান মুন্না ৩,০০০/-

যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে নাম প্রকাশে অনিচ্ছুক  ব্যক্তি ৫,০০০/-

মাওলানা সালেহ আহমদ শাহবাগী ১,০০০/-

 ফরিদ এন্ড ব্রাদার্সের ফাহিম আহমদ ১,০০০/-
-------------------------------------------------
মোট = ১০,০০০/-
সিলেটভিউয়ের উদ্যোগে গঠিত সাহায্য তহবিলে দেশ কিংবা বিদেশের যে কেউ, সমাজের বিত্তবান, যে কোনো প্রতিষ্ঠান অনুদান দিতে পারবেন। তাদের অনুদান কোন কোন ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে, তার পুরো হিসাব দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটভিউ সম্পাদক।

এ তহবিলে অনুদান দিতে বিকাশ করা যাবে এই দুটি ব্যক্তিগত নাম্বারে- ০১৭১৬৪৪০০৯৫ ও ০১৭১৮১৮২৭৪০ (ব্যক্তিগত)। যারা অনুদান দেবেন, তাদেরকে ফোন করে নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন সিলেটভিউ সম্পাদক।

সিলেটভিউ২৪ডটকম/৩১ মার্চ ২০২০/শাদিআচৌ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন