আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

করোনা কেড়ে নিল ১৩ সিলেটির প্রাণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ০০:০৬:০৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: ভয়ঙ্কর করোনাভাইরাস যেন মৃত্যুদূত হয়ে নেমে এসেছে পৃথিবীতে। এই অদৃশ্য ভাইরাসের কবলে পড়ে প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। এই প্রাণ হারানো মানুষের তালিকায় লিপিবদ্ধ হচ্ছে সিলেটের নামও। ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১৩ সিলেটি মারা গেছেন।

এসব সিলেটি ব্যক্তি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাস করছিলেন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে অন্তত ৭ সিলেটি মারা গেছেন। ৫ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এছাড়াও স্পেনে অন্তত ৫ সিলেটি আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

জানা গেছে, সোমবার সকালে (৩০ মার্চ) যুক্তরাষ্ট্রের জ্যামাইকার হিলসাইডে নিশাত চৌধুরী নামের এক তরুণী মারা গেছেন করোনাক্রান্ত হয়ে। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামে।

এছাড়া মঙ্গলবার (৩১ মার্চ) সিলেটের পীরমহল্লার এক যুবক মারা গেছেন লন্ডনে।

এর আগে, গত ১৩ মার্চ সিলেটের গোলাপগঞ্জের বাগিরঘাটের আফরোজ মিয়া নামের এক ব্যক্তি যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এলাকায় করোনাক্রান্ত হয়ে মারা যান। ২০ মার্চ মৌলভীবাজারের মাহমুদুর রহমান মারা যান লন্ডনে। ২৩ মার্চ সিলেটের বিয়ানীবাজারের ছনগ্রামের জামসেদ আলী, ২৪ মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাহারপাড়ার খসরু মিয়া করোনাক্রান্ত হয়ে লন্ডনে প্রাণ হারান।

২৫ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার মোগলগাঁও ইউনিয়নের পংকি মিয়া, রবিবার (২৯ মার্চ) দক্ষিণ সুরমার বরইকান্দির সোহেল আহমদ, সোমবার (৩০ মার্চ) দক্ষিণ সুরমার লালাবাজারের খাজাখালু গ্রামের মদরিস আলী যুক্তরাজ্যে করোনাক্রান্ত হয়ে মারা যান।

সোমবার (৩০ মার্চ) ২৪ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রে ৪ সিলেটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তন্মধ্যে সিলেটের গোলাপগঞ্জের রনকেলী দক্ষিণভাগের মোদাব্বির চৌধুরী ইছমত এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনহাজপুরের আজিজুর রহমান রয়েছেন। তারা দুজনই নিউইয়র্কে মারা গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে গোলাপগঞ্জের শামসুল হুদা চৌধুরী এবং নিউজার্সিতে দুই সিলেটি নারী মারা গেছেন বলে খবর এসেছে। তবে কর্তৃপক্ষ ওই নারীর বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।

সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন