আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শুভ সকাল, ০১ এপ্রিল ২০২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ০৯:১৬:০৭

ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।আর এর সাথে আমরা করোনামুক্ত একটি দিন প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে ( আমিন ) ।

আজ বুধবার, ০১ এপ্রিল  ২০২০ খ্রিস্টাব্দ। ১৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ। ৬ শাবান ১৪৪১ হিজরি।

০১ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯১তম (অধিবর্ষে ৯০তম) দিন। বছর শেষ হতে আরো ২৭৪ দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন :  আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা ।- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

ঘটনাবলী

    ১৮৬৯ - নদিয়া টাউন কমিটি নামে নবদ্বীপ পৌরসভা স্থাপিত হয়।

জন্ম


    ১৮০৯ – নিকোলাই গোগোল, রুশ লেখক।
    ১৯০৮ – আব্রাহাম মাসলো, আমেরিকান মনোবিজ্ঞানী।
    ১৯২৯ - আবেদ হোসেন খান, বাংলাদেশী উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।
    ১৯৩২ – রশিদ চৌধুরী, বাংলাদেশী চিত্রশিল্পী।[১]
    ১৯৮৩ - ফ্রাংক রিবেরি, ফরাসি ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

    ২০০০ - একেএম আবদুর রউফ, বাংলাদেশী চিত্রশিল্পী এবং বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক। (জ. ১৯৩৫)

শেয়ার করুন

আপনার মতামত দিন