আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে করোনা নিয়ে বাড়লো ‘শঙ্কা’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১৮:৪১:৩২

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসে কাঁপছে সারা বিশ্ব। বাংলাদেশ কিংবা  সিলেটেও করোনা নিয়ে মানুষের মধ্যে দুশ্চিন্তার শেষ নেই। আজ বুধবার সকাল থেকেই সিলেটের মানুষ করোনাভাইরাস নিয়ে অনেকটা পড়েছেন দুশ্চিন্তায়। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের বর্তমানে করোনা সন্দেহভাজন ইউনিটে ৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ২ জনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তবে বাকি দুজনের অবস্থা স্থিতীশিল রয়েছে। এই আশঙ্কাজনক দুই জনকে ঘিরেই মানুষের মাঝে বেড়েছে শঙ্কা।

এযাবৎ সিলেটে করোনা আক্রান্ত কেউ হননি। যাদের ফলাফল এসেছে তাদের কারো শরীরে নোভেল করোনার সঙ্ক্রমণ ধরা পড়েনি।

কিন্তু বুধবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র হাসপাতালে ভর্তি চার জনের মধ্যে দুই জনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক ঘোষণার পর এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে নগরীতে। যদিও এই দু’জনের করোনা পরীক্ষার ফলাফল এখনো আসেনি।

নগরবাসী বলছেন, এই দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। তারা বলছেন, যদি কারো শরীরে মহামারী এ রোগ ধরা পড়ে তাহলে সিলেটে বিস্তার লাভ করতে পারে দ্রুত। কারণ, নগরবাসী সরকারের নির্দেশ উপেক্ষা করে অনেকটা বেরিয়ে পড়েছেন রাস্তায়। 

ডাক্তার সুশান্ত সিলেটভিউকে জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ২ জন রোগী ছিলেন। তাদের মধ্যে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ রাতে অথবা আগামীকাল তাদের রিপোর্ট আসবে। তাদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, তবে অপর জনের অবস্থা স্থিতীশিল।

তিনি আরো জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে আরো ২ জন হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। এই দুজনের মধ্যেও একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তবে ভর্তি হওয়া আরেকজনের শারীরিক অবস্থা তেমন আশঙ্কাজনক নয় বলে জানান ডা. সুশান্ত।

সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন