আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি‘র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ২০:৩৬:৪৮

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা জুড়ে লগডাউন ঘোষনা করার পর থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা গরীব, হতদরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত দিনমজুরদের মধ্যে জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি‘র উদ্যোগে অন্তত শতাধিক গরীব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসবের মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, তৈল, সাবান, ব্লিচিং পাউডার ও হেন্ড সেনিটাইজারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল।
বুধবার দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট গুয়াবাড়ি এলাকার আদিবাসী সম্প্রদায় গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ শ্যামল বনিক। 
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, জৈন্তাপুর সোনালী ব্যাংক'র ব্যবস্থাপক মো. সদরুল আলম, জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি'র প্রতিষ্ঠতা সহকারি অধ্যাপক মো. খায়রুল ইসলাম, এডমিন সোহেল আহমদ, মর্ডারেটর আবুল হোসেন মো. হানিফ, মো. রেজওয়ান করিম সাব্বির, তাহসিন টুটল ও আব্দুস শহীদ প্রমুখ। 
সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/এমএইচ/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন