আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নে প্রবাসী তৌফিকের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ১৪:৩৩:৫৯

সিলেট :: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের প্রাদূর্বাভ প্রতিরোধে মানুষেরা কর্মমুখী না হয়ে নিজ নিজ গৃহে গৃহবন্দি হয়ে পড়েছেন।

সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন এর ব্যাতিক্রম নয়। দীর্ঘদিন ধরে সিলেটের অন্যান্য উপজেলার মতো বালাগঞ্জ উপজেলার মানুষেরও একই অবস্থা।

তাই অসহায় মানুষের মাঝে বাংলাবাজার ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে ও সংস্থার প্রতিষ্ঠাদাতা সদস্য প্রবাসী মো. তৌফিক আলমের আর্থিক সহযোগীতায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হরিশ্যাম, মেঘারকান্দী, একাচিকন, লোহামুড়া, তেঘরীয়া, আলগাপুর, আলমপুর গৃহবন্দী দিনমজুর ৫২ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ হয়।

খাদ্যসামগ্রী পাশাপাশি জিবানুনাশক সাবান, মাস্কও বিতরণ করা হয়েছে।

সংস্থার সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে বাড়ি বাড়ি গিয়ে  সামাজিক দূরত্ব বজায় রেখার জন্য মানুষদেকে সচেতন করেন তারা।

খাদ্যসামগ্রী বিতরণকালে বাংলাবাজার ছাত্র কল্যাণ সংস্থার সকল সদস্য উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/০২ এপ্রিল ২০২০/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন