আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

৫ম দিনের মতো সিলেটে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ১৮:৩০:৪১

সিলেট :: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে টানা ৫ম দিনের মতো করোনা মহামারীতে শ্রমজীবী মানুষের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, লবন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওমর ফারুক, শ্রমিক ফ্রন্ট এর মামুন বেপারি, ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা, বাকৃবি সভাপতি প্রবাল রায় প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে নেতৃবৃৃন্দ বলেন, প্রয়োজনের তুলনায় সরকারি সহযোগিতা খুবই অপ্রতুল। ফলে করোনা মহামারীতে ঘরবন্দি শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কষ্ট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের জন্য অবিলম্বে ঘরে ঘরে পর্যাপ্ত খাদ্র সামগ্রী  ও নগদ অর্থ পৌঁছে দেয়ার জন্য সরকারে প্রতি আহ্বান জানান।


সিলেটভিউ২৪ডটকম/০২ এপ্রিল ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন