আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শুভ সকাল, ০৩ এপ্রিল ২০২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ০৯:৫৫:০২

ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।আর এর সাথে আমরা করোনামুক্ত একটি দিন প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে ( আমিন ) ।

আজ শুক্রবার, ০৩ এপ্রিল  ২০২০ খ্রিস্টাব্দ। ২০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।৮ শাবান ১৪৪১ হিজরি।

৩ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৩তম (অধিবর্ষে ৯৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৭২ দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন :  মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায় ।- হুমায়ূন আহমেদ

ঘটনাবলী

    ২০১৩ - আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও লা প্লাতায় রেকর্ড বৃষ্টির পর বন্যায় ৫০ জন নিহত হয়।

জন্ম

    ১৭৮৩ - ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিক। (মৃ. ১৮৫৯)
    ১৮৮৪ - জিমি ম্যাথুজ, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯৪৩)
    ১৯০৩ - কমলাদেবী চট্টোপাধ্যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।(মৃ.২৯/১০/১৯৮৮)
    ১৯১৪ - শ্যাম মানেকশ’পারস্য বংশোদভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল।(মৃ.২৭/০৬/২০০৮)
    ১৯২২ - ডরিস ডে, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, ও প্রাণি-কল্যাণকর্মী। (মৃ. ২০১৯)
    ১৯২৪ - মার্লোন ব্রান্ডো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০০৪)
    ১৯২৯ - ফজলুর রহমান খান, বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী। (মৃ. ১৯৮২)
    ১৯৫০ - আলমগীর, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।
    ১৯৭৮ - টমি হাস, জার্মান টেনিস খেলোয়াড়।
    ১৯৯৫ - তাসকিন আহমেদ, বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু

    ১৬৮০ - ছত্রপতি শিবাজী মহারাজ, ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।(জ.১৯/০২/১৬৩০)
    ১৯৩২ - বামাপদ বন্দ্যোপাধ্যায় সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী ।(জ.০৬/০৩/১৮৫১)
    ১৯৭৭ - জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
    ১৯৭৯ - সৈয়দ মাহবুব মোর্শেদ, বাংলাদেশী প্রখ্যাত বিচারপতি।
    ১৯৯১ - গ্রাহাম গ্রীন, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।

শেয়ার করুন

আপনার মতামত দিন