আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শফি চৌধুরীকে খুঁজছে তিন উপজেলার মানুষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ১২:৫৫:৩০

নিজস্ব প্রতিবেদক :: শফি আহমেদ চৌধুরী। সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনের টানা দুইবার সংসদ সদস্য ছিলেন তিনি। ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচন ও অক্টোবর ২০০১ সালের নির্বাচনে বিএনপি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনয়নে ধানেষ শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি। সেসময় ভোটের জন্য দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী।

নির্বাচনের সময় মানুষের কাছে ভোট চাইতে গেলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার কর্মহীন অসহায় মানুষ যখন দুর্ভোগে তখন খোঁজ নেই শফি আহমদ চৌধুরীর। গত কয়েকদিন ধরে তাকে খুঁজছেন এই তিন উপজেলার মানুষ।

এ ব্যপারে শফি চৌধুরী বলেন, তিনি একটি কাজে ঢাকায় গিয়ে আটকা পড়েছেন। ব্যক্তিগত গাড়ি নিয়েও বের হতে পারছেন না আবার বিমানও বন্ধ। তিনি বলেন, এলাকার সংসদ সদস্য তো কাজ করছেন জনগণের জন্য। তিনি আর কি করবেন।

তবুও দুই-এক দিনের মধ্যে সিলেটে আসার ব্যপারে চিন্তা-ভাবনা করবেন। সিলেটে এলে অসহায় মানুষদের জন্য কিছু করবেন।

সিলেটভিউ২৪ডটকম/৩ এপ্রিল ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন