আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বিশ্বনাথে হোম কোয়ারিন্টাইন শেষ করে ত্রাণ নিয়ে অসহায়দের পাশে প্রবাসী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ১৪:১৭:৪৮

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: নিজেদের হোম কোয়ারিন্টাইন পালন শেষ করে করোনা ভাইরাসের মহামারীর সংকটময় মূহুর্তে খাদ্য সামগ্রী নিয়ে গ্রামের কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বরুণী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সোনা মিয়ার পরিবার।

সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন ওই প্রবাসী পরিবারের সদস্যরা। হোম কোয়ারিন্টাইন পালন শেষ করে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ফলে উপকৃত হয়েছেন গ্রামের কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা।

মঙ্গলবার যুক্তরাজ্য প্রবাসী সোনা মিয়ার পরিবারের পক্ষ হতে সিলেট নগরীর হাউজিং স্টেইটস্থ বাসায় ও বিশ্বনাথ উপজেলার বরুণী গ্রামের প্রায় অর্ধ শতাধিক কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, পিয়াজ, লবন, সোয়াবিন তেল, মরিচ ও সাবান।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি আনা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর মিয়া, আছকর আলী, আলহাজ্ব সাহেল মিয়া, রিয়াজ আলী, সংগঠক কয়েছ আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৩ এপ্রিল ২০২০/পিবিএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন