আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠকের বাড়ি দখলের চেষ্টা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ১৬:২৫:১৪

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠম মরহুম আব্দুল লতিফের বাড়ি দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় বাড়ির বিভিন্ন ফসলি গাছ কেটে ফেলা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নিজ ছত্তিশ গ্রামে আব্দুল লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার সকালে নিজ ছত্তিশ গ্রামে মরহুম আব্দুল লতিফের পুরনো বাড়ি দখলে চেষ্টা করেছে দুর্বৃত্তদরা। এসময় তারা বাড়ির আঙ্গিনার বিভিন্ন ফসলি গাছ কেটে ফেলে। মরহুম আব্দুল লতিফের ভাতিজা হেলাল আহমদ বাঁধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভাষা সৈনিক মরহুম আব্দুল লতিফের ছেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুল ইসলাম বলেন, আমি কিছুদিন আগে নিজ ছত্তিশ গ্রামের সায়েমুল আরেফিন ফুয়াদ ও তোফায়েল আহমেদ লেবুর নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছি। পরবর্তীতে করোনা পরিস্থিতি কঠিন হওয়ায় আমি খোজ খবর রাখতে পারিনি।

যুক্তরাষ্ট্র প্রবাসী আমার ছোট ভাই সিলেটভিউ২৪.কমের নিউইয়র্ক প্রতিনিধি বদরুজ্জামান রুহেল অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমি এমনিতেই নানান বিপদে আছি। এসময় আমার বাড়িতে দুর্বৃত্তরা এ কাণ্ড করে!

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মরহুম আব্দুল লতিফ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ফেঞ্চুগঞ্জ থানার প্রশাসনিক কমিটির চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও আমৃত্যু সভাপতি এবং সিলেট জেলা আওয়ামী লীগের তিন মেয়াদের সহ সভাপতি ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/০৩ এপ্রিল ২০২০/এফইউ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন