আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন গোলাপগঞ্জের একজন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১০:৪১:২১

নিজস্ব প্রতিবেদক :: লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক ব্যক্তি মারা গেছেন। তিনি ‘হোম কোয়ারেন্টিনে’ ছিলেন, শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে গতকাল স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। মৃত ব্যক্তির নাম দিলাল আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর। 

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার বাঘা গ্রামের দিলাল আহমদ পরিবার নিয়ে লন্ডনে বসবাস করতেন। কিছু দিন আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে চিকিৎসকরা ‘হোম কোয়ারেন্টিনে’ রাখেন। ‘হোম কোয়ারেন্টিনে’ থাকা অবস্থায় গতকাল শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার ক্ছিুক্ষণের মধ্যেই (স্থানীয় সময় বেলা ১.৪৫ মিনিট) তিনি মৃত্যুবরণ  করেন।

উল্লেখ, মৃত দিলাল আহমদ সিলেট নগরের পায়রা ৪৭ সৈয়দ মঞ্জিল নিবাসী লন্ডন প্রবাসী মরহুম সৈয়দ ইলিয়াস আলী সাহেবের একমাত্র মেয়ের স্বামী।


সিলেটভিউ২৪ডটকম / ৪ এপ্রিল, ২০২০ / শাদিআচৌ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন