আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

জকিগঞ্জে সোনার বাংলা সমিতির তৃতীয় দিনের খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১৯:৫৮:১১

জকিগঞ্জ প্রতিনিধি :: করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিয়ে তৃতীয় দিনের মত গরিব, কর্মহীন ও শ্রমজীবী মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জকিগঞ্জের সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতি। শনিবার দুপুরে এলাকার দুই শতাধিক অসহায়, দুস্থদের মধ্যে সমিতির পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় সমিতির সভাপতি জাফরুল ইসলামের সভাপতিত্বে সচেতনতামূলক বক্তব্য রাখেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক মাহতাব, সাবেক সাধারণ সম্পাদক ফুয়াজ্জুল ইসলাম প্রমূখ।
সমিতির সভাপতি জাফরুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সতর্কতায় হাট বাজার বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়া লোকজনের পাশে দাঁড়িয়েছে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি। পবিত্র মাহে রমজান পর্যন্ত কয়েক ধাপে মোট ৭০০ দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হবে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে সমিতি সবসময় প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের যেকোন ক্রান্তিলগ্নে তিনি সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/এএইচটি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন