Sylhet View 24 PRINT

দক্ষিণ ছাতকে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ২০:২৮:৪৬

সিলেট :: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১৩নং ভাতগাঁও ইউনিয়নের শ্রীপতিপুরে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৪জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে শ্রীপতিপুরে গ্রামের বাড়ির রাস্তা সংস্কারের কাজের জের ধরে এ ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে শুক্রবার রাতে আহতদের ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ছাতকের শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন ও তার ছোট ভাই সাইফুর রহমানকে নিয়ে তিনি বাড়ির সামনে রাস্তা সংস্কারের জন্য কাজ শুরু করছিলেন। এসময় প্রবাসী এলাইছ মিয়ার বড় ছেলে জাকারিয়া, সাকারিয়ার, সানাজ, ইয়াহিয়া, গফফার মিয়ার বড় ছেলে জাফল ইকবাল, হাততাব, মনসুর সহ ৭/৮ জন ব্যক্তি তাদের কাজে বাধা প্রদান এবং অকথ্যভাষায় গালিগালাজ করেন।

আবুল হোসেন জানান, ‘আমার বাড়ির রাস্তায় আমি সংস্কার করবো, তাতে আপনার কোন সমস্যা তো দেখছি না।’ এসময় জাকারিয়া ও তার বাহিনী আবুল হোসেন ও তার ছোট ভাই সাইফুর রহমানকে লাঠিসুঠা দিয়ে বেধড়ক মারপিট করেন। ঘটনায় সাইফুর মাথায় গুরুতর আঘাত পান। পরে এক পর্যায় আবুল হোসেনের বাসায়ও আক্রমন করেন জাকারিয়া ও তার বাহিনী। ঘটনায় আবুল হোসেনের ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জাহানারা বেগমও গুরুতর আহত হন। তাদের সুরচিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে জাকারিয়া ও তার বাহিনী পালিয়ে যায়।

বর্তমানে আহতরা সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/০৪ এপ্রিল ২০২০/আইএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.