আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শাহপরাণ থানা পুলিশের বিশেষ টহল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ০০:২০:২৫

সিলেটভিউ ডেস্ক :: মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সক্রিয় ভূমিকা পালন করছে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (র.) থানা। এছাড়াও সরকারি ও সিলেট জেলা প্রশাসনের বিশেষ নির্দেশনা পর্যবেক্ষণের জন্য থানা এলাকায় টহল চালাচ্ছে পুলিশের টিম।

রবিবার (৫ এপ্রিল) থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে থানা এলাকায় দিন ব্যাপী করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়। পরে বিকেল পাঁচটার পর ফার্মেসি ছাড়া থানার আওতাধীন সকল বাজার, দোকানপাট বন্ধ করার কার্যক্রম বিশেষ টহলের মাধ্যমে পর্যবেক্ষণ করে থানা পুলিশ।

থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটভিউকে জানান, সরকারি ও জেলা প্রশাসনের নির্দেশনার প্রতি জনগণকে সচেতন করতে এবং পালনে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কার্যক্রমে থানাভুক্ত জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করছেন।

সিলেটভিউ২৪ডটকম/৬ এপ্রিল ২০২০/পিডি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন