আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রনির তোলা “আলো আসবেই” হলো রবিবারের সেরা ছবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১২:২৪:৫৪

সিলেট :: স্টেয়িং হোম ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৫ এপ্রিল রবিবারে “আলো আসবেই” শিরোনামে ছবিটি সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। ছবিটির ফটোগ্রাফার দেবাশীষ রনি। একটি বাগান বিলাশ গাছের ফাঁকে সূর্যের কিরণের ছবি তুলে তিনি সেরা ফটোগ্রাফার নির্বাচিত হলেন। রনি সিলেট বন্ধুসভার সদস্য, তিনি শিবগঞ্জের লামাপাড়া এলাকায় বাস করেন।

সিলেটের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়া থেকে চলছে ঝঃধুরহম ঐড়সব Staying Home Photography Competition. ঘরে বসে যারা বিরক্ত হচ্ছেন তাদের জন্য এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার ধারাবাহিকতায় রবিবার ক্যামেরা ও মোবাইল ফোনে ঘরের বিভিন্ন মূহুর্তের ছবি তুলে কাকতাড়ুয়ার ফেইসবুক গ্রুপে https://www.facebook.com/groups/kaaktadua/ কিছু ছবি আপলোড হয়েছে। ৫ এপ্রিলের সেরা ছবি নির্বাচিত হলো “আলো আসবেই”।

ছবিটির গল্প নিয়ে ফটোগ্রাফার দেবাশীষ রনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসে গোটা পৃথিবীতেই যেন অন্ধকার নেমে এসেছে। করোনা রোধে এদেশের প্রায় সবাই ঘরবন্দী সময় কাটা”েছন। আমার নিজেরও ঘরবন্দী সময় কাটছে। ঘরের বাইরে যাওয়ার একমাত্র জায়গা হলো ছাদ। প্রতিদিন বিকালবেলা ছাদে যাই। গতকাল ছাদে গিয়ে শেষ বিকেলের সূর্যকে দেখে এইভাবে বাঁধাগ্রস্থ আলোর ছবি তোলার চিন্তা মাথা আসে। ছবি তোলার সময় আমার মাথায় এটি কাজ করছিল যে, করোনার বাঁধায় সৃষ্ট আঁধার কাটিয়ে আলো আসবেই। মৃত্যুভয় কাটিয়ে সুস্থ হয়ে উঠবে পৃথিবী। করোনা পরবর্তী সুস্থ পৃথিবীতে নতুন আলো আসবে। আমরা আবারও বুক ভরে শ্বাস নেব।

আয়াজক সূত্রে জানা যায় ৭ এপ্রিল পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। কাকতাড়ুয়া গ্রুপে  https://www.facebook.com/groups/kaaktadua/  আপলোডকৃত প্রতিদিনের সেরা ছবিটি ফটোগ্রাফারের নাম, ছবিটির গল্পসহ ছাপাবে সিলেটের জনপ্রিয় অনলাইন পোর্টাল সিলেটভিউ২৪ ডট কম।

সিলেটভিউ২৪ডটকম/৬ এপ্রিল ২০২০/প্রেবি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন