আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

মেয়রের ত্রাণ তহবিলে রহিমা খাতুন শীলার সহায়তা প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১৩:০৩:২৮

সিলেট :: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের কারণে কর্মহীন হয়ে পড়েছেন গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এ ধরনের মানুষের সহযোগিতার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের ত্রাণ তহবিলে ব্যক্তি উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ওয়াহাব এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রহিমা খাতুন শীলা।

বুধবার নগর ভবনে সিটি মেয়রের হাতে নগদ অর্থ প্রদান করেন তিনি।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, তরুন ব্যবসায়ী আমির ইসলাম জোহা এবং সামির ইসলাম নাদবি উপস্থিত ছিলেন।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ব্যক্তি উদ্যোগে এ ধরনের সহযোগিতার জন্য রহিমা খাতুন শীলাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,খাদ্য ফান্ড গঠনের পর নগরীর বিত্তশালীদের কাছ থেকে আশাতীত সাড়া পাওয়া যাচ্ছে। কেউ দিচ্ছেন নগদ টাকা, আবার কেউ নিজ উদ্যোগে নগরভবনে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। সবার সহযোগিতায় নগরীর অসহায়দের খাদ্য সংকট দূর করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন।

সিলেটভিউ২৪ডটকম/৬ এপ্রিল ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন