আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

করোনা সন্দেহে বিয়ানীবাজার থেকে আর তিনজনের নমুনা প্রেরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১৪:৫৭:৫১

বিয়ানীবাজার সংবাদদাতা :: বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা পৌরসভা ও উপজেলার দুইটি এলাকা থেকে তিনজনের নমুনা সংগ্রহ করেছে।

করোনাভাইরাসের উপস্বর্গ থাকতে পারে এমন সন্দেহ থেকে তাদের শরির থেকে নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে এক শিশুও রয়েছে।

সোমবার সন্দেহভাজন রোগীদের কোভিড-১৯ (COVID-19) পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে ঢাকা মহাখালির IEDCR ল্যাবে প্রেরণ করা হয়েছে। তাদের সবাই জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় আক্রান্ত।

বর্তমান সময়ে বাংলাদেশে এমননি আবহওয়াজনিত রোগের প্রকোপ রয়েছে। জ্বর, সর্দি, গলা ব্যাথা ও কাশি তাকে এই সময়ে। একই উপস্বর্গ থাকে করোনা ভাইরাসবহনকারি মানুষের মাঝে। তবে যাদের মাঝে উপস্বর্গ রয়েছে তাদের নমুনা পরীক্ষা করলে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভাল হবে। এতে কোন ক্ষতি নেই, কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, জ্বর-সর্দি দেখা দিলে সবার উচিত নমুনা পরীক্ষা করানো। এতে ভয় পাওয়ার কিছুই নেই।


সিলেটভিউ২৪ডটকম/০৬ এপ্রিল ২০২০/এটিআর/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন