আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

হোয়াটসঅ্যাপে চিকিৎসা দেবেন হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১৮:৪২:৪২

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ রয়েছে বেশিরভাগ চিকিৎসকের প্রাইভেট চেম্বার। খুব ইমার্জেন্সি ছাড়া সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিগুলোও ভর্তি নিচ্ছে না রোগীদের। তাই চিকিৎসাসেবা নিয়ে দেশব্যাপী তৈরি হয়েছে সংকট। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বয়স্ক ও শিশু রোগীরা।

এই অবস্থায় এগিয়ে শিশুদের চিকিৎসা সেবা দিতে এগিয়ে এসেছেন হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবু সুফিয়ান। ঘোষনা দিয়েছেন এখন থেকে তিনি হোয়াটসঅ্যাপে শিশুদের চিকিৎসা দেবেন। যেসব অভিভাবক তাদের অসুস্থ শিশুর চিকিৎসা নিয়ে সমস্যায় রয়েছেন তাদেরকে ০১৮১২২৯৬৯৪৩ নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডা. সুফিয়ান। তিনি জানান, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি অসুস্থতার লক্ষণ ও ভিডিওতে শিশুটিকে দেখে প্রয়োজনীয় পরামর্শ (প্রেসক্রিপশন) দেওয়া হবে।

চিকিৎসা সংকটের এই সময়ে ডা. আবু সুফিয়ানের এই উদ্যোগ হবিগঞ্জের মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন অন্যান্য চিকিৎসকরা আবু সুফিয়ানকে অনুসরণ করলে চলমান চিকিৎসা সংকট কিছুটা হলেও লাঘব হবে।

সিলেটভিউ২৪ডটকম/০৬ এপ্রিল ২০২০/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন