আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

করোনা টেস্ট হবে সিলেটে আক্রান্ত ব্যক্তির পরিবারের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ২১:১৫:১৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে তাদেরকেও পরীক্ষার আওতায় আনা হচ্ছে। ওই ব্যক্তির পরিবার এবং তার বাসার পাশের বাসায় থাকা স্বজনদের করোনা টেস্ট করা হবে।

এই টেস্ট হবে আগামীকাল মঙ্গলবার, এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেটভিউকে এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনাক্রান্ত ওই ব্যক্তির মাধ্যমে তার স্ত্রী ও দুই সন্তানের মধ্যে করোনাভাইরাস ছড়ালো কিনা, তা নিশ্চিত হতে তাদের শরীরের রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা পরীক্ষা করা হবে। এছাড়া ওই ব্যক্তির পাশের বাসায় তার আত্মীয় থাকেন, তাদেরকেও পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

ডা. আনিসুর রহমান আরো জানান, এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে মঙ্গলবার তাদের করোনা টেস্ট করা হবে। বর্তমানে ওই আক্রান্ত ব্যক্তির পুরো বাসা লকডাউডন করে রাখা হয়েছে।

জানা গেছে, নগরীর হাউজিং এস্টেট এলাকার এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষার পর গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত হন সংশ্লিষ্টরা। তার বাসা ছাড়াও পুরো হাউজিং এস্টেট লকডাউন করে রাখা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/৬ এপ্রিল ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন