আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

৮নং ওয়ার্ডবাসীর কাছে খাদ্যসামগ্রী বিতরণ করেন হাবিবুর রহমান আবির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১৬:০৪:৪১

সিলেট :: সরকারি তহবিল ছাড়া সম্পূর্ণ নিজ উদ্যোগ, হাবিবুর রহমান আবির ও শিল্পপতি রাগিব আলীর যৌথ অর্থায়ন আর সামাজিক দ্বায়বদ্ধতা থেকে করোনা ইস্যুতে গত এক সপ্তাহ ধরেই মাঠে কাজ করছেন নগরীর ৮নং ওয়ার্ডে হাবিবুর রহমান আবির। 

হাবিবুর রহমান আবির নগরীর ৮নং ওয়ার্ডের বিভিন্ন বাসায় বাসায় গরীব-অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় ১ হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে ৩ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ টি সাবান ও ১ টি মাস্ক বিতরণ করা হয়।

হাবিবুর রহমান আবির বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় ও গরীব মানুষের মাঝে আমরা আমাদের সামর্থ্যমত সাহায্য করছি। শুধুমাত্র সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

তিনি আরোও বলেন, করোনা ভাইরাসের যারা বাসায় অবস্থান করে এই মহামারি শেষে পর্যন্ত আমি অসহায় মানুষের পাশে আসি থাকবো ইসশাহ আল্লাহ। করোনা ভাইরাস মোকাবেলা আমরা সকলেই বাসায় অবস্থান করে, সকলে নিরাপদে থাকবো।


সিলেটভিউ২৪ডটকম/০৭ এপ্রিল ২০২০/এসএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন