আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমা ‘সমাজ কল্যাণ সমিতি’র খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১৬:৩৬:৪০

সিলেট :: দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির কেন্দ্রিয় কমিটির উদ্যোগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাউথ সুরমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ১০টি ইউনিয়ন ও সিলেট সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।

দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি হাজী ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রইছ আলী, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, সমিতির সহ সভাপতি সাংবাদিক এম. আহমদ আলী, আব্দুস সত্তার, সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ইছন মিয়া, সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক বেদার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী আহমদ খান, দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরওয়ার আলম মিথুন।

উপস্থিত ছিলেন- সমিতির প্রচার সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ, সহ প্রচার সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক, সমাজ কল্যাণ সম্পাদকহ আলতাফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দীন রাসেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহেদ আলী, সদস্য জয়নাল আহমদ, জাকারিয়া উল হক, ইকবাল আহমদ, সেলিম আহমদ, আলী আহমদ, নন্দন চন্দ্র পাল, সালেহ আহমদ শাহিন, আবুল কালাম, সায়েম আহমদ, শাহ অলিদুর রহমান, শাহাবুদ্দিন, আব্দুর রহমান, দিলু মিয়া, বরইকান্দির ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল গফফার, সাধারণ সম্পাদক রেজাউল হক, তেতলী ইউনিয়ন শাখার সভাপতি শাহীন আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল তালুকদার, দাউদপুর ইউনিয়ন শাখার সভাপতি হোসেন মাহমুদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, লালাবাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমদ, কামালবাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

পরে দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়ন ও সিসিকের ৩টি ওয়ার্ডে সমিতির নেতৃবৃন্দ এক হাজার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন। খাদ্যসামগ্রীর মধ্য ছিলো চাল, আলু, তেল, পিয়াজ ও সাবান ইত্যাদি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের দিনমজুর মানুষ বেকার হয়ে পড়েছে। এতে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমন সময় দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি অসহায় মানুষদের মধ্যে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। সমিতির এই খাদ্য সামগ্রী বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যহত রাখতে সমিতির সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।


সিলেটভিউ২৪ডটকম/০৭ এপ্রিল ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন