আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে ছেলের হোম কোয়ারিন্টাইন শেষে ত্রাণ নিয়ে অসহায়দের পাশে রহিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১৭:০৭:২৩

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: যুক্তরাজ্য ফেরত ছেলের ১৪ দিনের হোম কোয়ারিন্টাইন পালন শেষে মঙ্গলবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার মিরেরচর-১ গ্রামের প্রবাসী বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম ত্রাণ (খাদ্য সামগ্রী) নিয়ে দাঁড়িয়েছেন এলাকার কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের পাশে।

ব্যক্তিগত উদ্যোগে নিজের গ্রামসহ আশপাশের ১২০টি পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করেন খাদ্য সামগ্রী।

গত ২৩ মার্চ মুক্তিযোদ্ধা আবদুর রহিমের পুত্র জাবেদ-ইবনে রহিম স্ব-পরিবারে দেশে আসেন। এরপর সরকারি নির্দেশনা মেনে পালন করেন ১৪ দিনের হোম কোয়ারিন্টাইন।

আর হোম কোয়ারিন্টাইন পালন শেষে পিতার উদ্যোগে বিতরণ করা খাদ্যসামগ্রী বিতরণ কাজে অংশ গ্রহন করেন প্রবাসী জাবেদ-ইবনে রহিম।

মানুষের বাড়িতে পাড়িতে পৌঁছে দেন খাদ্য সামগ্রী। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি  আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ২টা সাবান।  

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার ইছমাঈল আলী, প্রবাসী সাঈদ দিলোয়ার আলী হেলাল, পুরাণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ মিয়া, এলাকার মুরব্বি আবদুল খালিক, সাহাব উদ্দিন, বকুল মিয়া, ফারুক মিয়া, মাসুক মিয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সংগঠক রাজীব আহমদ, আছাব আলী, ফারুক আহমদ, আমির আলী, আবদুল মুতলিব, ইছমাঈল আহমদ, সুহেল মিয়া প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৭ এপ্রিল ২০২০/পিবিএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন