আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

২৩৫ পরিবারের হাতে খাদ্যসহায়তা তুলে দিলেন চেয়ারম্যান পীর ইকবাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১৯:৩৭:৪৫

সিলেট :: করোনাভাইরাস আতঙ্কে মানুষ যখন গৃহবন্দি তখন গরীব অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। ইউনিয়নের ২৩৫টি পরিবারের হাতে তিনি তুলে দিয়েছেন খাদ্যসহায়তা।

মঙ্গলবার খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামের কৃতিসন্তান ও সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব মো. জয়নুল বারী।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আবদুল মুন্তাকিম, সহকারী সমাজসেবা অফিসার আবুল কালাম, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, তরুণ সমাজসেবী আমিনুল ইসলাম আনহার, ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম আব্দু, মহিলা মেম্বার শিশুবান বেগম, বাঘরখলা জামে মসজিদের মুতাওয়াল্লী মো. আলাউদ্দীন, বিশিষ্ট মুরব্বী মুহিবুর রহমান, মকবুল আলী, আব্দুল আহাদ, সৈয়দ মোক্তার হোসেন, বাঘেরখলা জামে মসজিদের ট্রেজারার এম এ ওদুদ সানুর, ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহ উবায়দুল হক, সূর্যোদয় যুব সংঘের সাধারণ সম্পাদক শাকির আহমদ, ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের সহ কোষাধ্যক্ষ আবু বকর ও শাহ নুরুল আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ০৭ এপ্রিল ২০২০/ প্রেবি/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন