Sylhet View 24 PRINT

করোনা: সিলেট নগরীতে মসজিদে যোহরে ৪, আসরে ৬!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ২৩:১৭:৩২

নিজস্ব প্রতিবেদক :: করোনায় কাঁপছে গোটা বিশ্ব। মহামারী এ ভাইরাস মোকাবেলায় সামাজিক  দূরত্ব নিশ্চিত একান্ত প্রয়োজন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার হুঁশিয়ারি দিচ্ছে। এজন্য বাংলাদেশের সকল মসজিদে মুসল্লিদের উপস্থিতি কমিয়ে আনার নির্দেশনা জারী করেছে সরকার। এ লক্ষে সিলেটের মসজিদে এখন মুসল্লি নেমে এসেছে  প্রায় শূন্যের কোঠায়।

মঙ্গলবার সিলেট নগরীর বেশীরভাগ মসজিদে খোঁজ নিয়ে জানা গেছে, মুসল্লিদের উপস্থিতি একেবারে ছিল কম। নগরীর দরগাহ মাদরাসা মসজিদ, বন্দর বাজার মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, জিন্দাবাজার মসজিদ, তালতলা মসজিদে যোহর, আছর ও এশার নামাজে নামাজীদের সংখ্যা ছিল নগণ্য। তালতলা মসজিদে যোহরের নামাজে মুসল্লি ছিলেন ৬ জন, আসরের নামাজে মুসল্লি  ছিলেন ৪ জন। এভাবেই অনেক মসজিদে ৫ থেকে ৬ জন মুসল্লি উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে বিভিন্ন পাড়ার মসজিদে মুসল্লিদের উপস্থিতি কিছুটা ছিল বলে খবর পাওয়া গেছে। 


সোমবার বিকেলে ধর্ম মন্ত্রণালয় দেশের সকল মসজিদে প্রতি ওয়াক্তে ইমাম, মোয়াজ্জিন, খাদেমসহ মোট ৫ জন উপস্থিত থাকতে পারবেন এমন নির্দেশনা জারী করে। এছাড়া জুম্মার নামাজেও ১০ জন উপস্থিত থাকতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দেয়।


ওই দিন সন্ধ্যায় সিলেট নগরীর মসজিদে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে বাসায় নামাজ আদায় করতে মুসল্লিদের প্রতি আহবান জানানো হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা সিলেটভিউকে জানান, মেট্রোপলিটন এলাকার সকল মসজিদে এ নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে কাজ চলছে। তিনি বলেন, যেহেতু করোনাভাইরাস মারাত্মক ছোঁয়াচে রোগ, সুতরাং ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মুসল্লিদের মানা জরুরি। এছাড়া নগরবাসীর প্রতি আহবান জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, নিজের জীবন, পরিবার তথা দেশের মানুষকে বাঁচাতে সবাই যাতে অপ্রয়োজনে বাসার বাহিরে  বের না হন।


ধর্ম মন্ত্রণালয়ের এ নির্দেশনা বাস্তবায়ন ও  বৃহস্পতিবার শবে বরাতে যাতে কোথাও মানুষের সমাগম না হয় সে লক্ষে আজ মঙ্গলবার সিলেট জেলা প্রশাসন এক বৈঠকে বসে। সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের  সভাপতিত্বে এ বৈঠকে প্রশাসনের লোকজন ছাড়াও  ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সমিতি, দরগাহ মাজারের মোতোয়াল্লী, শাহপরান ও বুরহান উদ্দিন মাজারের মোতোয়াল্লী উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে মসজিদ কমিটিকে চিঠি দেয়া ও মসজিদে মসজিদে  নোটিশ লাগানোর প্রস্তাব দিয়েছে ইমাম সমিতি। 


সিলেটভিউ২৪ডটকম/৭ এপ্রিল ২০২০/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.