আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

করোনা: সিলেটে আইসোলেশন বেড ৩৪৬টি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ০০:১৫:৪৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: করোনাভাইরাসের চিকিৎসায় সিলেটে ৩৪৬টি আইসোলেশন বেড (শয্যা) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আছে ২টি আইসিইউ বেডও।

এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, ঢাকা মহানগরীতে আইসোলেশন বেডের সংখ্যা ১ হাজার ৫৫০টি। ঢাকা মহানগরীর বাইরে দেশের বিভিন্ন জেলা-উপজেলার হাসপাতালে ৬১৪৩টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। সারাদেশে সর্বমোট আইসোলেশন বেডের সংখ্যা ৭৬৯৩টি। এছাড়া আইসিইউ শয্যা সংখ্যা এখন পর্যন্ত ১১২ এবং ডায়ালাইসিস বেডের সংখ্যা ৪০টি। আইসিইউ শয্যার সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো জানান, ঢাকা বিভাগে ৬৯৭টি আইসোলেশন শয্যা, চট্টগ্রাম বিভাগে ৮৪৮টি, ময়মনসিংহ বিভাগে এক হাজার ৩০টি ও ২৬টি আইসিইউ শয্যা, বরিশালে ৫৪৫ আইসোলেশন শয্যা, সিলেটে ৩৪৬টি আইসোলেশন ও দুটি আইসিইউ শয্যা রয়েছে। এছাড়া রাজশাহীতে ১২শ আইসোলেশন শয্যা থাকলেও আইসিইউ শয্যা নেই। সেখানে আইসিইউ স্থাপনের কাজ চলছে। খুলনাতে রয়েছে ৬৯০টি আইসোলেশন শয্যা ও ৫টি আইসিইউ শয্যা, রংপুরে আছে ৭৮৭টি আইসোলেশন শয্যা।

সিলেটভিউ২৪ডটকম/৮ এপ্রিল ২০২০/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন