আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

দাউদপুরে ত্রাণ বিতরণ করলেন এমপি মাহমুদ-উস-সামাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ০০:৫৬:৩৪

সিলেট :: সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার ১০টি ইউনিয়নে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন, গরীব অসহায় মানুষের মাঝে তৃতীয় কিস্তিতে প্রতি ইউনিয়নের ৪ টন করে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে দাউদপুর ইউনিয়ন থেকে তৃতীয় কিস্তির ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

এ সময় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন, সরকার করোনা ভাইরাস মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপ বাস্তবায়ন করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থেকে করোনা ভাইরাস মুক্ত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক,সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/৮ এপ্রিল ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন