আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেট মদন মোহন কলেজের প্রভাষক সুয়েবের ত্রাণ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ১৯:০৩:১২

সিলেট :: সিলেট মদন মোহন কলেজের প্রভাষক ও ধরমপাশা উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক  সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব সিলেট নগরী অসহায় ও নিরুপায় মানুষদের মধ্যে নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রিক বিতরণ করেন। 

বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন মদন মোহন কলেজের রসায়ন বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুল হামিদ। সিলেট নগরীর তালতলা থেকে মদিনা মার্কেট পর্যন্ত হত দরিদ্রদের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গুলশান হোটেলের জি এম বাবু প্রতাপ চন্দ্র পাল এবং ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবসহ আরো অনেকে। প্রভাষক সুয়েব করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন, গরীব অসহায় মানুষের নগরীর অসহায় মানুষদের মধ্যে নগদ টাকা, মাস্ক, জীবাণু নাশক সাবান ও মাথার টুপি ইত্যাদি বিতরণ করেন। তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ চলার জন্য সকলের প্রতি আহবান জানান। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। 
সিলেটভিউ২৪ডটকম/৮ এপ্রিল ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন