আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

করোনা: সিলেটে শামসুদ্দিনে আরো পাঁচ আইসিইউ বেড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ১৯:৫৩:১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :: করোনাভাইরাসের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরো পাঁচটি আইসিইউ বেড আনা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর এসব বেড সরবরাহ করেছে।

আজ বুধবার বিকালে নতুন পাঁচ বেড হাসপাতালে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি সিলেটভিউকে জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে নতুন পাঁচটি আইসিইউ বেড প্রদান করা হয়েছে। আগে থেকে এ হাসপাতালে দুটি আইসিইউ প্রস্তুত আছে। ওসমানী হাসপাতাল থেকে বেড ও ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে এ দুটি আইসিইউ প্রস্তুত করা হয়।

ডা. আনিস আরো জানান, শামসুদ্দিনে এখন দুটি ভেন্টিলেটর আছে। আরো নয়টি ভেন্টিলেটর যুক্ত হবে।

সিলেটভিউ২৪ডটকম/৮ এপ্রিল ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন