Sylhet View 24 PRINT

প্রধানমন্ত্রীকে করোনার ‘সত্য কথা’ জানাতে বললেন সুনামগঞ্জের এমপি মিজবাহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১০:৪৮:৫৯

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা পাচ্ছেন না জানিয়ে সুনামগঞ্জ-৪ আসনের এমপি ও বিরোধী দল জাতীয় পার্টির নেতা পীর ফজলুর রহমান মিজবাহ প্রধানমন্ত্রীর কাছে সত্য কথা জানানোর আহ্বান জানিয়েছেন।

গতকাল (বুধবার- ৮ এপ্রিল) তার ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীকে সবাই বললাম করোনা চিকিৎসার সব ব্যবস্থা আছে। দিনরাত পরিশ্রম করা হচ্ছে। করোনায় জয়ী হব। ভিডিও কনফারেন্সের একদিন পর করোনা আক্রান্ত সিলেটের চিকিৎসকের সিলেটে চিকিৎসা নিশ্চিত করা গেল না। সিলেট থেকে আজ (গতকাল বুধবার) তাকে ঢাকায় পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আক্রান্ত চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক। উনার মতো রোগীর যদি এ অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কী হবে? আর আমরা সুনামগঞ্জের মানুষের অবস্থা কী হবে? দোহাই লাগে, জীবনমৃত্যুর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সত্য কথা জানান। আমাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। আল্লাহ আমাদের সহায় হোন।'


সিলেটভিউ২৪ডটকম / ৯ এপ্রিল, ২০২০ / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.