আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে একদিনে আরো ১৪৮ জন হোম কোয়ারেন্টিনে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১২:০৭:৫০

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে আরো ১৪৮ জনকে। যেখানে গত কয়েকদিন হোম কোয়ারেন্টিনে নেয়াদের সংখ্যা অনেকটা কমে আসছিল সেখানে গতকাল হঠাৎ করে এ সংখ্যা ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে ১৩৯ জন এবং মৌলভীবাজারে ৯ জন রয়েছেন। এই সময়ে সিলেট ও হবিগঞ্জে নতুন করে কাউকে কোয়ারেন্টিনে রাখা হয়নি।

এরআগে বুধবার হোম কোয়ারেন্টিনে নেয়া হয় ৩২ জনকে, মঙ্গলবার নেয়া হয় ২৬ জনকে এবং সোমবার নেয়া হয়েছিল ১০ জনকে।

আর এই ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন থেকে সিলেট বিভাগে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৫০ জনকে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন তারা।

আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে ৩২ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৯ জন ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৯ এপ্রিল ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন