Sylhet View 24 PRINT

সিলেটে প্রশাসনের কড়া বার্তা, তবুও চলছে যানবাহন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১২:৩১:৩৭

নিজস্ব প্রতিবেদক :: মহামারি করোনাভাইরাসের সংক্রমণের পর থেকেই সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে সিলেটের প্রশাসন। সম্প্রতি সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর থেকে আরো বৃদ্ধি পায় প্রশাসনের কার্যক্রম।

এরই অংশ হিসেবে সামাজিক দুরত্ব নিশ্চিত করা এবং মানুষকে ঘরে থাকতে বাধ্য করার জন্য বিকাল ৫টার পর থেকে ফার্মেসি ছাড়া সব ধরণের দোকানপাঠ বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। কিন্তু তাতেও পুরোপুরি ঘরবন্দি রাখা যাচ্ছিল না সিলেটের লোকজনদের।

এরপর আজ বৃহস্পতি ও শুক্রবার দু’দিন সিলেটে এম্বুলেন্স ব্যাতিত রিকশাসহ সবধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ দু’দিন সিলেট শহর ও জেলার সকল স্থানে কোন ধরণের যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারবে না বলে কঠোর বার্তা দেয় প্রশাসন। এটি বাস্তবায়নে সিলেট শহরে মাইকিং করা হচ্ছে বুধবার সন্ধ্যা থেকে মাইকিংও করা হয়।

কিন্তু তবুও সিলেটে অন্যান্য দিনের মতোই চলছে যানবাহন। বুধবার সকালে নগরীর বন্দরবাজার এলাকায় অন্যান্য দিনের মতো যানজট দেখা যায়। রিকশা ছাড়াও চলাচল করতে দেখা যায় সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, পিকআপও।

এছাড়া নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট এলাকায় এসব যানবাহন চলাচল করতে দেখা যায়।

সিলেটভিউ২৪ডটকম/৯ এপ্রিল ২০২০/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.