Sylhet View 24 PRINT

রাগীব-রাবেয়া মেডিকেলে চিকিৎসাসেবা নিশ্চিতে হটলাইন চালু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১৮:৫০:৪৪

সিলেট :: দেশের চলমান পরিস্থিতিতেও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস রোগ সংক্রমণ প্রতিরোধকল্পে হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে নিজস্ব উদ্যোগে পিপিই প্রদান করেন। ফলে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ নিজেরা সুরক্ষিত থেকে আগত রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হচ্ছেন। 

এছাড়া জ্বর, হাঁচি-কাশিসহ আগত রোগীদের জন্য পৃথক ফ্লু-কর্ণার স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। রোগী ও দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য হাসপাতালের কয়েকটি স্থানে সাবান-পানির ব্যবস্থা। বিশুদ্ধ করণের জন্য হ্যান্ড-স্যানিটাইজার এবং জীবানু নাশক স্প্রে’র ব্যবস্থা রয়েছে।
রোগীদের সুবিধার্থে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হটলাইন নম্বর- ০১৭৫২৬৩৬৩০১, ০১৭২২২৫৫২৩৩ চালু করা হয়েছে। রোগীরা প্রয়োজনে উক্ত নম্বর সমূহে কল করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে পারবেন।
সিলেটভিউ২৪ডটকম/৯ এপ্রিল ২০২০/প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.