আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের মসজিদে মসজিদে ‘অনুরোধের ঢালি’ নিয়ে প্রশাসন, তবুও ভিড়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ২৩:১৫:০৯

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক :: এবারে শবে বরাতের ইবাদত-বন্দেগি সবাইকে নিজ নিজ ঘরে করার ব্যাপারে আগেই নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মসজিদে নিয়মিত জামাতে পাঁচজনের বেশি এবং জুমার জামাতে ১০ জনের বেশি মুসল্লির ওপর রয়েছে নিষেধাজ্ঞা। এই নির্দেশনা বাস্তবায়নে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

ব্যাপক প্রচার-প্রচারণার পরও সিলেট নগরীর অধিকাংশ মসজিদে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সরকারি নির্দেশনা ও প্রশাসনের অনুরোধের পরও মুসল্লীরা ঘরে থাকছেন না।

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, মসজিদে মুসল্লীদের গমন সীমিত করতে গত কয়েকদিন ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। তারপরও মানুষ মসজিদে যাচ্ছেন। এমনকি শবে বরাতের রাতে বেশ কয়েকটি মসজিদে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে মুসল্লিদের অনুরোধ জানাচ্ছেন।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন সিলেটভিউ২৪-কে জানান, শবে বরাতের ইবাদত-বন্দেগি সবাই নিজ নিজ ঘরে করেন এ ব্যাপারে আগেই নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আমরা ইমাম সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি ও মসজিদ কমিটিকে এ বিষয়ে বার্তা পাঠিয়েছি।

সিলেটের কোথাও কোথাও মুসল্লীদের সীমিত রাখার বিষয়টি মানা হচ্ছে। আবার কোনো জায়গায় একদম না। আমরা পবিত্র শবে বরাতের রাতেও বেশ কয়েকটি মসজিদে গিয়ে মুসল্লীদের বুঝানোর চেষ্টা করছি। তাদেরকে অনুরোধ জানাচ্ছি বাসায় বসে নামাজ পড়তে।

এদিকে করোনা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের ঘরে থেকেই স্রষ্টার কাছে প্রার্থনা এবং ইবাদাত করার অনুরোধ জানিয়েছেন সিলেটের বিজ্ঞ আলেমসমাজ। মসজিদে মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বার্তা পৌঁছানোর পরও অনেকে যাচ্ছেন মসজিদে।


সিলেটভিউ২৪ডটকম / ৯ এপ্রিল ২০২০ /পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন