আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীনগরে রেনেসাঁ চ্যারিটির খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১৮ ০০:৩৯:৫৫

ওসমানীনগর প্রতিনিধি :: ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ও সাদিপুর ইউনিয়নে রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে গরিব, অসহায়, হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষের ঘরে ঘরে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।শনিবার রাতে রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের সদস্যরা হতদরিদ্র অসহায় মানুষের ঘরে ঘরে ত্রান পৌছে দেন। উপজেলার পশ্চিম মোবারকপুর, পূর্ব মোবারকপুর, মনতৈল, মুতিয়ারগাও এবং কলারাই, ভাগলপুর, জহিরপুর গ্রামের মোট ৮১টি অসহায়, এতিম, দিনমজুর ও মধ্যবিত্ত পরিবারকে দ্বিতীয় ধাপে নিত্য প্রয়োজনীয় এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন, রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, দ্যা গোল্ডেন ফিউচার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক শিপলু মিয়া, রেনেসাঁ ক্রিকেট ক্লাবের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, দ্যা গোল্ডেন ফিউচার কিন্ডারগার্টেন স্কুলের ইংরেজি শিক্ষক সাইফুর রহমান বাপ্পা, রেনেসাঁ ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন রাকিবুর রশিদ তুহিন, কলারাই বাজার ব্যবসায়ী মুরাদ আহমদ ও এহিয়া।  রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের সিনিয়র সদস্য খায়ের আহমেদ রাসেল, এইচ এম রাসেদ, সালেহ আহমদ সুহেল, নাহিদ আহমদ, এনাম আহমদ, তোফায়েল, রাকিব প্রমুখ।

রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম জানান, বিগত দিনে আমরা প্রথম ধাপে প্রায় ১৩০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছিলাম। শনিবার দ্বিতীয় ধাপে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হবে। আমাদের চ্যারিটি ফাউন্ডেশনে অনেক প্রবাসী ভাই বন্ধুরা সাহায্য সহযোগিতা করেছেন। এবং রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রমের কারনে রেনেসাঁ তার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করছে।

সিলেটভিউ২৪ডটকম/১৮ মে ২০২০/আরপি/ মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন