Sylhet View 24 PRINT

বিশ্বনাথ ছাত্রলীগ নেতা পাপ্পুর খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২২ ২০:৫০:৩৩

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সিলেট ল কলেজের শিক্ষার্থী পার্থ সারথি দাশ পাপ্পু।

বৃহস্পতিবার ও শুক্রবারে ইউনিয়নের অর্ধ-শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ওই খাদ্যসামগ্রী। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, আধা কেজি চিনি, ১ প্যাকেট লাচ্ছি ও ২শত গ্রামের  ১ প্যাকেট দুধ।

এব্যাপারে ছাত্রনেতা পার্থ সারথি দাশ পাপ্পু বলেন, জাতির এ ক্রান্তিকালে মুজিবাদর্শের একজন কর্মী হিসেবে আমি যতটুকু পারছি সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা, আমার রাজনৈতিক অভিভাবক  আনোয়ারুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের নির্দেশে আমার এ প্রয়াস অব্যাহত থাকবে। মানব কল্যাণের লক্ষেই আমার রাজনীতি।


সিলেটভিউ২৪ডটকম/২২ মে ২০২০/ অপু /জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.