Sylhet View 24 PRINT

শাবির ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২২ ২৩:২২:৩২

নিজস্ব প্রতিবেদক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবে পরীক্ষা করে শুক্রবার (২২ মে) সিলেটের আরও ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯২টি নমুনা জমা হয়। এর মধ্যে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই ৮৮টির মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়।

শুক্রবার রাত ১১টায় টায় বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় সিলেটভিউ২৪-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ৯২টি নমুনার মধ্যে ৪টি নমুনা ঠিক মত সংগ্রহ না হওয়ায় পরীক্ষা করা যায়নি।

সিলেটভিউ২৪ডটকম/২২ মে ২০২০/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.