Sylhet View 24 PRINT

পরিবর্তনের উদ্যোগে ভিক্ষুকদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ০১:৩৫:৩১

সিলেট :: সামাজিক সংগঠন পরিবর্তনের উদ্যোগে নগরীর ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের তালিকাভুক্ত ভিক্ষুকদের মধ্যে স্থানীয় ঘাসিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে|

ঈদ উপহার বিতরণকালে পরিবর্তনের চেয়ারম্যান মিসবাহ আহমদ বলেন, ভিক্ষুকদের নিয়ে কাজ করা সংগঠন পরিবর্তন করোনা দুর্যোগে ভিক্ষুকদের প্রতি আমাদের দায়িত্ব থেকে সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে পরিবর্তনের তালিকাভুক্ত ভিক্ষুকদের উপহারসামগ্রী দেওয়া হবে|

তিনি আরো বলেন, সিলেটকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এবং উনার নির্দেশনায় ভিক্ষুকদের পুনর্বাসন ও কর্মসংস্থান কার্যক্রমের পদক্ষেপ অব্যাহত রয়েছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আমরা এই কার্যক্রমকে আরও বেগবান করব ইনশাআল্লাহ|পাশাপাশি ধারাবাহিকভাবে অন্যান্য ওয়ার্ডেও করুনা দুর্যোগে ভিক্ষুকদের জন্য পরিবর্তনের উপহার সামগ্রী কার্যক্রম অব্যাহত থাকবে|

এসময় মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, পরিবর্তনের ভিক্ষুকদের সহযোগিতার কার্যক্রমে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই|

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, আমরা সিলেটবাসী সবসময়ই যেকোনো দুর্যোগে অসহায় এবং দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং করোনা দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্যের হাত অসহায়দের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি|

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল পরিবর্তনের ভিক্ষুকমুক্ত সিলেট কার্যক্রমসহ ভিক্ষুকদের সহযোগিতাকল্পে পরিবর্তনের সব ধরণের কার্যক্রমকে সাধুবাদ জানান|

অন্যান্যের মধ্যে থেকে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত অফিস সহকারি শফিউল আলম জুয়েল তিনি পরিবর্তন সামাজিক সংগঠনের সর্বাত্মক সফলতা কামনা করেন|

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিবর্তনের ট্রেজারার আতিকুর রহমান, সদস্য হোসাইন আহমেদ রফি, পরিবর্তনের অফিস কর্মকর্তা ইমরান আহমদ| আরো উপস্থিত ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর সাহাদাত হোসেন নয়ন, টিম লিডার ইমন আহমদ, টিম লিডার মো. মঈনুল আহমদ, ওয়ার্ড প্রতিনিধি আলী তাহসিন, জায়েদ আহমদ, আকাশ আহমেদ, মো. টিপু, মান্না আহমদ, সাজেল আহমদ, শাহিন আহমদ, মো. সাজ্জাদসহ আরো অনেকে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ মে ২০২০/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.